বৈশ্বিক মহামন্দার নতুন শঙ্কা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিন মাস অতিক্রান্ত হওয়ার পর যে বিষয়টি এখন স্পষ্ট হচ্ছে তা হলো, এই যুদ্ধটি দীর্ঘমেয়াদি রূপ নিতে যাচ্ছে। আর এই দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্ব। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের তরফ থেকে বারবার শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে একটা শান্তিপূর্ণ সমাধানের দাবির বিপরীতে পশ্চিমা বিশ্ব বরাবরই তাদের অনীহা দেখিয়ে আসছে এবং ইউক্রেনকে অনেকটা জোর করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকিয়ে রাখছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে লড়তে তাঁরা আরো আধুনিক সমরাস্ত্র পাঠাচ্ছেন ইউক্রেনে।

মূলত দোনবাস অঞ্চলে কয়েক দিন ধরে রাশিয়ার তীব্র আক্রমণ এবং সেখানে ইউক্রেনের দুরবস্থা যেন অন্যান্য অঞ্চলে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের মনোবল নষ্ট না করে সেদিকে এখন নজর তাঁদের। সাফ কথায় এই যুদ্ধ যেন দ্রুত শেষ না হয় কিংবা দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা না হয় সেদিকে তৎপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো।

এদিকে এই যুদ্ধকে ছাপিয়ে বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি। ইইউ এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ তারা রাশিয়া থেকে তেল আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। শুধু পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ চলমান থাকার বিষয়ে তারা একমত হয়েছে। ইইউ দেশগুলো রাশিয়া থেকে যে পরিমাণ তেল আমদানি করে এর দুই-তৃতীয়াংশই আসে সমুদ্রপথে, আর বাকি এক-তৃতীয়াংশ আসে পাইপলাইনের মাধ্যমে। সুতরাং সিদ্ধান্তটি কার্যকর হলে ইউরোপের দুই-তৃতীয়াংশ তেলের চাহিদার বাজার হারাতে যাচ্ছে রাশিয়া। এ ক্ষেত্রে হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক রিপাবলিক তাদের প্রয়োজনীয় তেলের বেশির ভাগ রাশিয়া থেকে আমদানি করে আসছে বলে এর বিকল্প বাজার অন্বেষণে সময় দিতে আগামী বছরের শেষ নাগাদ এই তিনটি দেশ সিদ্ধান্তের বাইরে থাকবে। রাশিয়ার ওপর নতুন করে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে এটা হতে যাচ্ছে ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা এবং এই নিষেধাজ্ঞার আওয়ায় নতুন করে আরো তিনটি প্রতিষ্ঠান এবং একটি ব্যাংককে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইইউয়ের এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হচ্ছে ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়া যে বিশাল অঙ্কের অর্থ খরচ করছে এর মূল উৎস তেল বিক্রি বন্ধ করে তাদের নতুন করে চাপে ফেলা। এখানে উল্লেখ্য, রাশিয়ার অপরিশোধিত তেলের প্রায় অর্ধেকের বেশি ক্রেতা এই ইউরোপীয় দেশগুলো এবং এর মধ্যে স্লোভাকিয়া, হাঙ্গেরি ও চেক রিপাবলিক তাদের প্রয়োজনীয় তেলের যথাক্রমে ৯৬, ৫৮ ও ৮০ শতাংশ আমদানি করে রাশিয়া থেকে।

ইউরোপীয় দেশগুলো এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পাশাপাশি রাশিয়ার তেলের বিকল্প বাজার, যা তাদের চাহিদা পূরণ করবে সেটা নিয়ে যেমন দুশ্চিন্তায় রয়েছে, তেমনি এই সংকট দীর্ঘতর হলে এবং এই দীর্ঘ সময়ের জন্য তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিকল্প উৎস কতটুকু সহায়ক হবে সেটা নিয়েও চিন্তিত। এখানে এটাও বলা চলে যে ইইউভুক্ত কোনো কোনো দেশ এই সিদ্ধান্তকে যে খুব একটা খুশি মনে মেনে নিচ্ছে তা-ও কিন্তু নয়। বিশেষ করে জার্মানি ও ইতালির মতো দেশগুলো অনেক বেশিমাত্রায় রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল এবং ইইউয়ের অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোর ক্ষেত্রেও এটি হতে যাচ্ছে একটি নতুন চ্যালেঞ্জ। এখানে আরো উল্লেখ করা প্রয়োজন, তেলের পাশাপাশি ইইউ আগামী বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে গ্যাস আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করার বিষয়ে একমত হয়েছে। ২০২১ সালে ইউরোপীয় দেশগুলোর গ্যাস চাহিদার ৪০ শতাংশ আসে রাশিয়া থেকে। এর মধ্যে ইতালি ও জার্মানিতে এর ব্যবহার সবচেয়ে বেশি। এ ক্ষেত্রে ইইউ এই গ্যাসের বিকল্প বাজার হিসেবে কাতার, আলজেরিয়া ও নাইজেরিয়াকে বিবেচনা করছে। তবে এখানে কিছু কারিগরি প্রতিবন্ধকতা রয়েছে। হঠাৎ করে এই অতিরিক্ত চাহিদা পূরণে তাদের অনেক ধরনের প্রস্তুতির বিষয় রয়েছে এবং সেই সঙ্গে এটা তাদের জন্যও ভবিষ্যতে কতটুকু টেকসই হতে যাচ্ছে সেটা নিয়ে ভাবনার বিষয় তো আছেই।

এখন কথা হচ্ছে, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দিলে ইউরোপীয় দেশগুলোর চাহিদা মেটাতে এর বিকল্প বাজার কি আছে? এ ক্ষেত্রে ওপেক ও ওপেকপ্লাস দেশগুলোকে উৎপাদন বাড়াতে বলা হচ্ছে। কিছু ওপেক দেশ রয়েছে, যাদের ওপর রাশিয়ার একধরনের প্রভাব রয়েছে, তারাসহ কিছু দেশ এই মুহূর্তে বিদ্যমান কাঠামোর বাইরে উৎপাদন সহসা বাড়ানো সম্ভব নয় বলে ঘোষণা দিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী তেলের বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। গত ১ জুন আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বেড়ে গিয়ে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের মূল্য এসে দাঁড়ায় ১২০ ডলার, যা এর আগের সপ্তাহের তুলনায় ১০ ডলার বেশি। ধারণা করা যাচ্ছে, তেলের বিকল্প বাজারের খোঁজ করতে না পারলে এটা হয়তো খুব দ্রুতই ১৫০ ডলারে গিয়ে ঠেকবে বা সেটাও ছাড়িয়ে যাবে। আর যদি এমনটা হয়, তাহলে তেলের মূল্যবৃদ্ধিজনিত জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠবে এবং নতুন এক বৈশ্বিক মহামন্দা মোকাবেলা করতে হবে গোটা বিশ্বকে।

অনুমিত সমস্যা সমাধানের একটা বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও ইইউ লাতিন আমেরিকার দেশ এবং অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী ভেনিজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞার শর্ত শিথিল করে সেখানে তেলের নতুন বাজার সৃষ্টির কথা ভাবছে। বিষয়টি অনুধাবন করতে পেরে কিছুটা নড়েচড়ে বসেছে ভেনিজুয়েলা। তারা এরই মধ্যে তাদের তেল উৎপাদন দ্বিগুণ অর্থাৎ প্রায় প্রতিদিন আট লাখ ব্যারেলে উন্নীত করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়া থেকে ২০২১ সালের তথ্য অনুসারে এক দিনের চাহিদা (এক লাখ ৯৯ হাজার ব্যারেল) পূরণে যথেষ্ট সহায়ক। তারা প্রত্যাশা করছে, এর ফলে তেল বিক্রি করে এ বছরের শেষ নাগাদ তাদের অর্থনীতি ২০ শতাংশ অধিক অগ্রগতি অর্জন করবে। তবে রাশিয়ার সমান সক্ষমতা অর্জন করে গোটা বিশ্ব দূরে থাকুক, কেবল ইউরোপের চাহিদা মেটাতে কোনোভাবেই এটা বিকল্প হতে পারে না।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ব্যাংক অব গ্লোবাল রিসার্চ সম্প্রতি তাদের এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, বিকল্প ও টেকসই বাজার না থাকায় রাশিয়ার ওপর ইউরোপের এই নিষেধাজ্ঞা কার্যকর হলে বিশ্বব্যাপী আশির দশকের মতো তীব্র জ্বালানি সংকট দেখা দেবে, যা মহামন্দায় রূপ নিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল ও গ্যাস আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ইইউ তাদের সাম্প্রতিক সময়ের পদক্ষেপে রাশিয়া থেকে আমদানি বন্ধ করে রাশিয়ার ওপর আর্থিক ক্ষতির যে দায় চাপানোর চিন্তা করছে সেটা অনেকটা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার শামিল। কারণ রাশিয়া থেকে অনেক বছর ধরেই তাদের তেল চাহিদার এক-তৃতীয়াংশ আসছে পাইপলাইনের মাধ্যমে। এখন সেই পাইপলাইন বন্ধ থাকবে, রাশিয়ার তেলের বাজারে হয়তো ধস নামবে; কিন্তু নতুন কোনো দেশের পক্ষে এই পাইপলাইনে যুক্ত হওয়া সম্ভব নয়, আমদানির পুরোটাই করতে হবে সমুদ্রপথে। আর বিকল্প বাজারের সংকট তো রয়েছেই।

প্রায় আড়াই বছর ধরে বৈশ্বিক করোনা মহামারি সামাল দিয়ে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, শিল্প-কারখানাগুলো সচল হয়েছে। এদিকে ইউরোপে গ্রীষ্মকাল শুরু হয়েছে। পর্যটনের মৌসুম চলছে সেখানে। তেলের চাহিদা বাড়ছে। এই সংকট মোকাবেলায় তেলের জন্য অতিরিক্ত খরচ মানে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া। সমস্যাটি উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে আরো বেশি প্রকট, বিশেষ করে ক্ষুদ্র দেশগুলোর জন্য। পশ্চিমা দেশগুলো থেকে নিষেধাজ্ঞার হুমকির মুখে রাশিয়া পাল্টা হুমকি দিয়ে জানিয়েছে, এর ফলে বিশ্বব্যাপী এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তাদের দৈনিক তেল উৎপাদন সক্ষমতা এক কোটি ১৩ লাখ ব্যারেল। রাশিয়ার তেলের ৬০ শতাংশ ইউরোপে, ২০ শতাংশ চীনে এবং বাকি ২০ শতাংশ সারা বিশ্বে রপ্তানি হয়। এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া এখন ঘোষণা দিয়েছে, প্রয়োজনে বাজারদরের চেয়ে কমে তারা তেল বিক্রি করবে। চীন ও ভারত রাশিয়া থেকে তাদের তেল ক্রয় অব্যাহত রেখেছে এবং সাম্প্রতিক সময়গুলোতে তাদের চাহিদার চেয়ে অতিরিক্ত তেল কিনে মজুদ করে রাখছে। এ ক্ষেত্রে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না। বাংলাদেশকেও সম্প্রতি রাশিয়া সরকারের তরফ থেকে তেল ক্রয়ের অনুরোধ জানানো হয়েছে।

সব শেষে যে যুদ্ধ ঘিরে আজকে আমরা এক চরম বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আছি এর দায় কতটুকু রাশিয়ার আর কতটুকু পশ্চিমা দেশগুলোর—এসব যতটুকু না চর্চা হচ্ছে তার চেয়ে বেশি চর্চিত হচ্ছে তারা কিভাবে আগে এই সংকট থেকে নিজেদের রক্ষা করবে। কোনো দায় না থাকা সত্ত্বেও তৃতীয় বিশ্বের দেশগুলো এই সংকট মোচনে ক্রমান্বয়ে একা হয়ে পড়ছে।

লেখক : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 

সুত্রঃ কালের কন্ঠ