বেসিসের আইসিটি অ্যাওয়ার্ড পেলো বিডি ট্যাক্স

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তথ্যপ্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান ও উদ্ভাবনে ৭৬ প্রকল্পকে পুরস্কৃত করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিস।

এ প্রকল্পগুলোর মধ্যে অনলাইনে দেশের প্রথম আয়কর জমার দেয়ার সফটওয়্যার কোম্পানি বিডি ট্যাক্স টেকনোলজিরও নাম আছে। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটি এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালাইন্স অ্যাওয়্যার্ডের (এপিআইসিটিএ) জন্যও মনোনয়ন পেয়েছে।

চীনে অনুষ্ঠিতব্য এপিআইসিটিএ এর আয়োজন করা হয়েছে ৯ থেকে ১৩ সেপ্টেম্বর।

রাজস্ব খাতে ডিজিটালাইজেশন ও তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় সেখানে ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং সল্যিউশন ক্যাটাগরিতে দেশের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিডি ট্যাক্স প্রতিষ্ঠাতা ও সিইও জুলফিকার আলির হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

২০১৫ সালে যাত্রা করে বিডি ট্যাক্স টেকনোলজি। বর্তমানে এই প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ২৫ হাজার।