বুধবার , ১৭ জানুয়ারি ২০১৮ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বেসিক ব্যাংক কেলেঙ্কারি : দুদকের ৬১তম মামলায়ও নেই বাচ্চু

Paris
জানুয়ারি ১৭, ২০১৮ ২:২৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: ১৩৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাপা নেতা মোরশেদ মুরাদ ইব্রাহীমের ছোট ভাই ফয়সাল মুরাদ ইব্রাহিম ও বেসিক ব্যাংকের প্রাক্তন এমডির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ নিয়ে বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ৬১তম মামলা হলেও আসামির তালিকায় নেই প্রতিষ্ঠানটির  আলোচিত প্রাক্তন চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু।

বুধবার রাজধানীর মতিঝিল থানায় দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

বেসিক ব্যাংক থেকে ঋণ হিসেবে তুলে ১৩৭ কোটি ১৪ লাখ ৬ হাজার ৯৮৩ টাকা আত্মসাতের মামলায় আসামি করা হয়েছে বে নেভিগেশন লিমিটেডের এমডি ফয়সাল মুরাদ ইব্রাহিম এবং ব্যাংকটির প্রাক্তন এমডি কাজী ফখরুল ইসলাম।

এর আগে গত ১০ জানুয়ারি চট্টগ্রামে বেসিক ব্যাংকের প্রায় ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম মহানগর জাপার আহ্বায়ক ও সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ এবং তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহীমসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। মামলা দুটিতে তাদের বিরুদ্ধে প্রায় ২৭৬ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর তিন দিনে টানা ৫৬টি মামলা করে দুদকের অনুসন্ধান দলের সদস্যরা। রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় এসব মামলায় মোট আসামি করা হয় ১৫৬ জনকে। পরবর্তীতে আরো দুটি মামলা করেছিল দুদক। তবে কোনো মামলায় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুসহ পরিচালনা পর্ষদের কাউকে আসামি করা হয়নি।

রাইজিংবিডি

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি