বেনজেমার পেনাল্টি মিস, দলের হার এড়ালেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার (ভিডিও)

দলের সেরা তারকা করিম বেনজেমার পেনাল্টি মিসে ডুবতে বসেছিল রিয়াল মাদ্রিদ। পরে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওয়ের শেষ মুহূর্তের গোলে রক্ষা পেয়েছে দলটি।

ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবিউয়ে এলচের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে কোচ কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

একাদশ মিনিটে প্রথম সুযোগ পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি ভিনিসিউস জুনিয়র। ২৭তম মিনিটে গোলরক্ষক বরাবর শট নেন করিম বেনজেমা।

৩০তম মিনিটে মদ্রিচের শট দারুণভাবে রুখে দেন এলচে গোলরক্ষক এদগার বাদিয়া।

দুই মিনিট পরই ডি-বক্সে ভিনিসিউস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু ক্রসবারে মেরে বসেন এখন পর্যন্ত আসরে সর্বোচ্চ ১৭ গোল করা করিম বেনজেমা।

ক্যারিয়ারে এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ১৬টি পেনাল্টি নিয়েছেন কারিম বেনজেমা। মিস করেননি একটিও।  সেই বেনজেমাই  প্রথম পেনাল্টি মিস করলেন গতকাল রাতে।

৪২তম মিনিটে এগিয়ে যায় এলচে। বাঁ থেকে মিডফিল্ডার ফিদেলের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে ডাইভিং হেডে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড বোয়ে।

১-০ স্কোরলাইনে পিছিয়ে বিরতিতে যায় রিয়াল।

৭৬তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে রিয়াল। বোয়ের পাস ডি-বক্সে ধরে সময় নিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মিয়া।

২ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে রিয়াল।  দু মিনিট পরেই মদ্রিচের কর্নারে কাসেমিরোর হেড ক্রসবারে লাগে।
এর চার মিনিট পর অবশ্য ব্যবধান কমান মদ্রিচ। আর তা পেনাল্টি শট থেকে।  বেনজেমার মতো ভুল করেননি ক্রোয়াট মিডফিল্ডার।

আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা টানেন মিলিতাও। স্বদেশি ফরোয়ার্ড ভিনিসিউসের ক্রসে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

এ ফলাফলের পর ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৫০। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। তিন নম্বরে রিয়াল বেতিসের পয়েন্ট ৪০।

ম্যাচ হাইলাইটস দেখুন –

 

সূত্রঃ যুগান্তর