বেচারা হরভজন! আনন্দের বদলে এখন শোয়েবের অপমান হজম করছেন

ভারত-পাকিস্তান দুই দলের লড়াই মনেই পুরো ক্রিকেটবিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়া। দুই দেশের ক্রিকেটার, সমর্থক এমনকী রাজনীতিবিদদের কথার লড়াই শুরু হওয়া। গতকালের আগ পর্যন্ত ওয়ানডে আর টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ১২ বারের দেখায় একবারও ভারতকে হারতে পারেনি পাকিস্তান। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে সেই অধরা জয় এনে দিল বাবর আজমের দল। এরপর থেকে ভারতের সাবেক ক্রিকেটাররা পড়েছেন লজ্জায়।

এই ম্যাচের আগে ভারতের সাবেক ক্রিকেটাররা পাকিস্তানিদের নিয়ে অনেক ট্রল করেছিলেন। সাবেক পেসার ইরফান পাঠান বলেছিলেন, ‘পাকিস্তান জিতলে মন ভাঙবে, ভারত জিতলে টিভি ভাঙবে’। এক কাঠি এগিয়ে আরেক সাবেক স্পিনার হরভজন সিং বলেছিলেন, ‘আমি শোয়েব আখতারকে বলেছিলাম খেলার কোনো মানে নেই। তোমাদের উচিত ভারতকে ওয়াকওভার দেওয়া। তোমাদের ছেলেরা খেলবে, আবারও হারবে তাতে হতাশ হবে। আমাদের দল অনেক শক্তিশালী। তোমাদের কোনো সুযোগ নেই। আমরা তোমাদের উড়িয়ে দেব।‌’

এতদিন এ বিষয়ে কোনো কথা বলেননি শোয়েব। গতকাল সুযোগ পেয়ে হরভজনকে ধুয়ে দেন। টুইটারে তিনি বলেন, ‘হরভজন তুমি কোথায়? ওয়াকওভার নেবে না? কী আর করবে বলো….। রিলাক্স কর। দিনটি উপভোগ কর এবং মেনে নাও। করবে না? আচ্ছা, একজন আর কীইবা করতে পারে? রিলাক্ষ থাক। দিনটি মেনে নাও ভাই।’ শোয়েব গতরাতে টুইট করলেও বেচারা হরভজন এখন পর্যন্ত টু শব্দটি করেননি। করবেনই বা কী ভাবে? প্রথমবার পাকিস্তানের কাছে হার তাও আবার ১০ উইকেটে! এরপর তো বলার কিছু থাকে না।

 

সূত্রঃ কালের কণ্ঠ