বৃহস্পতিবার , ৭ জানুয়ারি ২০২১ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বেগুনি শাপলা

Paris
জানুয়ারি ৭, ২০২১ ১১:৪০ পূর্বাহ্ণ

শাহিনুল আশিক:


বেগুনি শাপলা দেখেছেন? এমন প্রশ্ন চমকানোর মতোই। হরহামেশায় চোখে পড়ে লাল, গোলাপি, সাদা রঙের। তবে বেগুনি আর নীল রঙের শাপলা তেমন চোখে পড়ে না। শহুরে মানুষরা সাদা কিংবা লাল শাপলা ছাড়া অন্য কোন রঙের শাপলার কথা অনেকের জানা নেই।

তবে আর যায় হোক, বেগুনি রঙের শাপলার দেখা মিলবে রাজশাহীতে। যদিও অল্প সংখক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তৃতীয় বিজ্ঞান ভবনে এই বেগুনি শাপলার দেখা মিলবে। বেগুনি রঙের শাপলাগুলো ভবনটি মাঠের পূর্বপাশের সিমেন্টের ট্যাংক তৈরি করে শাপলা লাগানো হয়েছে। সিমেন্টের ট্যাংকগুলোতে আলাদা আলাদা ভাবে এ শাপলা লাগানো হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) বেলা ১২ টার দিকে সরেজমিনে দেখা যায়- রাবির তৃতীয় বিজ্ঞান ভবনে ভেতরের পূর্বপাশের মাঠে তারকাটা বেড়ার একটি ঘর করা হয়েছে। সেখানে সিমেন্টের পাঁচ থেকে ছয়টি ট্যাংক করা হয়েছে। সেই ট্যাংকে পানি জমিয়ে শাপলাগুলো লাগানো হয়েছে। সেখানে তিনটি শাপলা ফুল দেখা গেছে।

রাবির বোটানিক্যাল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মঞ্জুর হোসেন জানান, বেগুনি রঙের শাপলা তেমন দেখা যায় না। এই শাপলাগুলো কিছু সিলেট শহরের একটি লেকে দেখা যায়। বেশ কয়েকটি শাপলার পাতা নিয়ে ২০১৯ সালে এখানে লাগান। এরকিছু দিন পরেই শাপলা ফোটে।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর