বৃহস্পতিবার থেকে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক:

সাশ্রয়ী মূল্যে তিনটি খাদ্যদ্রব্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভ্রাম্যমাণ ট্রাকে করে রাজশাহী নগরী, উপজেলা ও বিভাগের জেলাগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে চিনি, তেল ও মসুরের ডাল ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে। তবে আগামি বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে পেঁয়াজ বিক্রি হতে পারে বলে জানিয়েছেন টিসিবি রাজশাহীর অফিস প্রধান শহিদুল ইসলাম।

টিসিবি সূত্রে জানা গেছে, চিনি ও তেলের দাম অপরিবর্তিত থাকলেও ৫ টাকা বেড়েছে মসুরের ডালের দামে। তবে করোনাকালীন  ভ্রাম্যমাণ ট্রাকে লাইনে গাদাগাদি করে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে দেখা গেছে ক্রেতাদের। এছাড়া ক্রেতাদের কারো মুখে মাস্ক থাকলেও তা যথাযথ স্থানে ছিল না।

রাজশাহী টিসিবি সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর চারটি পয়েন্টে টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করছে। এছাড়া রাজশাহীর তিন উপজেলায় তিনটি স্থানে ছাড়াও নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায় টিসিবি ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করছে। এই কার্যক্রামে একজন ডিলার চিনি পাচ্ছে ৫০০ কেজি, মসুরের ডাল পাচ্ছে ৫০০ কেজি, সুয়াবিন তেল পাচ্ছে ৬০০ লিটার।