বৃষ্টি মানেই নগর জীবনে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক:

একটু বৃষ্টিতে নগরজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। আবার সেই বৃষ্টির পানিতে ডুবে যায় নগরীর অধিকাংশ রাস্তা, বাড়ি-ঘরের কোথাও কোথাও হাঁটু পানি। যার কারণে মানুষের মাঝে ব্যাপক দুর্ভোগ নেমে আসে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে শুরু হয় বৃষ্টি।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক আশরাফুল আলম সিল্কসিটিনিউজকে বলেন, রাজশাহী অঞ্চলে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। এ সময় বাতারে বেড় ছিলো ঘন্টায় ৪৫ কিলোমিটার।

নগরীতে মুষলধারে বৃষ্টিপাতের পর নগরীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়,  নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, কাদিরগঞ্জ, নিউ মাকের্ট, উপশহর, দরিখরবোনা, লক্ষীপুর, কাদিরগঞ্জসহ বিভিন্ন এলাকার রাস্তাজুড়ে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে।

নগরীর কাদিরগঞ্জ এলাকার বাসীন্দা ইয়াকুব আলী সিল্কসিটিনিউজকে বলেন, ‘এখন একটু মশুলধারে বৃষ্টি হলেই নগরীত জমে হাঁটু পানি। মানুষের ভোগান্তিও বাড়ে। যেনো বৃষ্টি মানেই নগর জীবনে ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের।

 

স/আ