বৃষ্টিতে ভেস্তে গেল তামিমের প্রথম ম্যাচ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রথমবারের মতো নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে নেমে বৃষ্টি বাধা পড়েছেন তামিম ইকবাল। ম্যাচের অর্ধ ইনিংস ফিল্ডিং করলেও ব্যাটিং পায়নি তার দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। মুষলধারে চলতে থাকা বৃষ্টির কারণে পোখারা রাইনোসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সন্তোষ ছিল তার দল।

একাদশ ওভারের প্রথম বলের পর বৃষ্টি নামে। দীর্ঘ বৃষ্টি চলতে থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ রেফারি। তাতেই ব্যাটিং করা হয়নি আর তামিমের।

টসে হেরে ফিল্ডিং পায় তামিমের দল। প্রথমবার নেপালে খেলতে গিয়ে নজরকেড়েন তামিম। ফিল্ডিংয়ের সময় প্রতিপক্ষের ব্যাটসম্যান আসেলা গুনারত্নকে রান-আউট করেছেন তিনি। আপাতত তাই এতেই স্বস্তি খুঁজে নিতে পারেন তিনি।

ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স : উপুল থারাঙ্গা, তামিম ইকবাল, রোহিত পাউদেল, আরিফ শেখ, কুশাল মাল্লা, আবিনাশ বোহারা, প্রদীপ আইরে, ধামিকা প্রসাদ, তুল বাহাদুর থাপা, দুর্গেশ গুপ্ত।

পোখারা রাইনোস : রিচার্ড লেভি, সুনীল ধামালা, বিপিন রাওয়াল, বিক্রম সব, লোকেশ বাম, বিনোদ ভাণ্ডারী, সুশান ভারি, বিবেক যাদব, কেসরিক উইলিয়ামস, আসেলা গুনারত্নে, নন্দন যাদব।

সূত্র: আমাদের সময়