বুস্টার ডোজ নিলেন বরিস জনসন, নেওয়ার তাগিদ বাইডেনের

করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ গ্রহণ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) লন্ডনের একটি হাসপাতালে তিনি টিকার তৃতীয় ডোজ নেন।

ওপরদিকে ওমিক্রন নিয়ে উদ্বেগের মাঝেই বুস্টারডোজ গ্রহণের তাগিদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে করোনা মোকাবিলায় একগুচ্ছ নতুন কর্ম-পরিকল্পনা তুলে ধরেন বাইডেন।

বুস্টার ডোজ গ্রহণের সময় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বরিস জনস। মতবিনিময়কালে তিনি বলেন, করোনার টিকাগ্রহণ করলে ক্রিসমাসের অনুষ্ঠান বাতিলের কোনো প্রয়োজন নেই। কেননা, ভ্যাকসিন দেবে স্বাস্থ্যসুরক্ষা।

জো বাইডেন বলেন, শীত মৌসুমে ঠাণ্ডাজনিত রোগবালাই বৃদ্ধি পায়। গত দুই বছরে এ সময়টিতে বাড়ছে করোনার সংক্রমণ। তাই, পরিস্থিতি মোকাবিলায় আগেই প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি জানান, যুক্তরাষ্ট্রে ৮০ হাজার কেন্দ্রে বিনামূল্যে দেওয়া হচ্ছে করোনার টিকা। দুই ডোজ গ্রহণের ছয় মাস পূর্ণ হলে অবশ্যই বুস্টার ডোজ নিতে হবে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন