বুলবুলের ধানের শীষের বিষে অতীষ্ট নগরবাসী: অর্ণা জামান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, “আমার বাবা মেয়র থাকাকালীন সময়ে রাত্রী কালীন বর্জ্য অপসারণ ও পরিষ্কার কর্মসূচী চালু করেছিলেন যাতে সকাল বেলায় ঘম থেকে উঠে নগরবাসী এক পরিচ্ছন্ন নগরীতে নতুন উদ্যোমে কাজ শুরু করতে পারে। কিন্তু গত ৫ বছরে এই নগরী অপরিচ্ছন্ন নগরী হিসেবে রুপান্তরিত হয়েছে। সদ্য বিদায়ী মেয়র উন্নয়ন তো করেননি বরং উন্নয়ন কাজকে দিনে দিনে ব্যাহত করেছেন। লুটপাটের মাধ্যমে নগরভবনকে ঋণগ্রস্থ প্রতিষ্ঠানে পরিনত করেছেন তিনি। তার ধানের শীষের যে বিষ ছড়িয়ে গেছেন, তা যেন আর নামছে না। এই বীষের জ্বলায় নগরবাসী অতিষ্ট হয়ে পরেছে।“

আজ রবিবার বিকেল ৫ টায় সায়ারগাছা পশ্চিম রায়পাড়া্ মাঠে এলাকার ভোটারদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় ভোটাররা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।এসময় নগরীর নারী ভোটাররা অভিযোগ করে বলেন “আমাদের এলাকায় রাস্তা ও ড্রেনের সমস্যা এবং মশার উপদ্রবে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। এছাড়া কর্মসংস্থানের অভাবে যুব সমাজ হতাশায় ভুগছে।“

অর্ণা জামান আরো বলেন “আমার বাবা মেয়র থাকাকালীন সময়ে রাত্রী কালীন বর্জ্য অপসারণ ও পরিষ্কার কর্মসূচী চালু করেছিলেন যাতে সকাল বেলায় ঘম থেকে উঠে নগরবাসী এক পরিচ্ছন্ন নগরীতে নতুন উদ্যোমে কাজ শুরু করতে পারে। কিন্তু গত ৫ বছরে এই নগরী অপরিচ্ছন্ন নগরী হিসেবে রুপান্তরিত হয়েছে। সদ্য বিদায়ী মেয়র উন্নয়ন তো করেননি বরং উন্নয়ন কাজকে দিনে দিনে ব্যাহত করেছেন। লুটপাটের মাধ্যমে নগরভবনকে ঋণগ্রস্থ প্রতিষ্ঠানে পরিনত করেছেন তিনি। তার ধানের শীষের যে বিষ ছড়িয়ে গেছেন, তা যেন আর নামছে না। এই বীষের জ্বলায় নগরবাসী অতিষ্ট হয়ে পরেছে।“

তিনি আরো বলেন “ সদ্য বিদায়ী মেয়র তার প্রদানকৃত ইশতেহারের কোন কাজই বাস্তবায়ন করা তো দুরের কথা তার উদ্যোগ পর্যন্ত গ্রহন করেননি। বরং সেটিই ছিল ভোট আদায় করার কৌশল মাত্র।এভাবেই জনগণের সাথে বেইমানী করেছেন তিনি। আমার বাবা বলেছিলেন এই নগরীতে গ্যাস আনবেন তিনি তার কথা রেখেছেন। এইবার তিনি বলেছেন বেকারদের কর্মসংস্থান তৈরী করবেন যাতে বেকার যুবকরা হতাশায় ভুগে মাদকাসক্ত না হয়ে পরে। আপনারা তাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি অবশ্যই বেকার সমস্যা দূর করবেন। এবং তিনি বলেছেন, নির্বাচিত হলে মাত্র ৩ মাসের মধ্যে গ্যাস সংযোগ পুনরায় চালু করা হবে।“

মতবিনিময় সভা শেষে নগরীর ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি পিয়ারুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক সবুজ, ক্রিড়া সম্পয়াদক বিপু , অগ্রণী কলেজ ছাত্রলীগের আহবায়ক হাসনাইন বিষ্ময়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক ইউনুস হাসান অন্তু প্রমুখ

স/অ