মঙ্গলবার , ২৯ ডিসেম্বর ২০২০ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বুর্জ আল খলিফার শীর্ষে ঢাকাই চিত্রনায়িকা তানহা তাসনিয়া

Paris
ডিসেম্বর ২৯, ২০২০ ৩:৩৬ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বুর্জ আল খলিফা বর্তমানে পৃথিবীর আকাশচুম্বি অট্টালিকা বা উচ্চতম ভবন। এটি ৪ জানুয়ারি ২০১০ ত উদ্বোধন করা হয়েছে।

সমুদ্রের ধারে আমিরাতের দুবাই শহরে অবস্থিত হ ওয়ায় এটাকে ‘দুবাই টাওয়ার’ হিসেবেও অভিহিত করা হয়। নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে ‘বুর্জ খলিফা’ রাখা হয়।

যাই হোক বাংলাদেশের চিত্রতারকাদের প্রায়ই দুবাইয়ে বেড়াতে যেতে দেখা যায়। ক’দিন আগেই সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিমকে দেখা গেল বুর্জ আল খলিফায়। এবার বুর্জ আল খলিফার শীর্ষে দেখা গেল বাংলাদেশি চিত্রনায়িকা তানহা তাসনিয়াকে।

তানহা দুই দু’টি ছবি পোস্ত করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে তাকে চূড়ায় বসে থাকতে দেখা যাচ্ছে। কেন দুবাই ভ্রমণে গিয়েছেন সে কথা অবশ্য তানহা বলেননি। ভক্তরা তানহার ছবিতে ভালোবাসার প্রতিক্রিয়া জানিয়েছেন।

চলতি বছরের সেপ্টেম্বরেই বিএমডাব্লিউ কিনে আলোচনায় আসেন তানহা। করোনার আবহে চলচ্চিত্র নিয়ে কোনো আলোচনা না থাকলেও নায়িকার গাড়ি কেনার বিষয়টি শোবিজপাড়ায় আলোচনার জন্ম দিয়েছিল।

রফিক সিকদারের ভোলা তো যায় না তারে চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষিক্ত হন তানহা তাসনিয়া। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন নিরব। ২০১৬ সালে তার অভিনীত আরেকটি চলচ্চিত্র ধূমকেতু মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। এই ধারবাহিকতায় ২০১৮ সালে তানহা তাসনিয়া অভিনীত চলচ্চিত্র ভালো থেকো মুক্তি পায়।

এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন আরেফিন শুভর বিপরীতে। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করছেন তিনি। সর্বশেষ অপূর্বের বিপরীতে তানহা তাসনিয়াকে ‘মিথ্যা প্রেমে’ শিরোনামের একটি নাটকে অভিনয় করতে দেখা যায়।

সূত্র: কালের কন্ঠ

সর্বশেষ - বিনোদন