বুদ্ধিজীবী দিবসে রাবিতে মঞ্চায়িত হবে নাটক ‘জয়জয়িতা’

নিজস্ব প্রতিবেদক:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঞ্চায়িত হবে তিন বুদ্ধিজীবী হত্যার ঘটনা অবলম্বনে নির্মিত নাটক ‘জয়জয়িতা’। আগামী বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরে নাটকটি মঞ্চায়িত হবে।

নাটকের প্রধান জয়িতা চরিত্রে অভিনয় করবেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুমনা সরকার। নাটকটির পাণ্ডুলিপি রচনা করেছেন নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আয়োজনে কৌশিক সরকারের পরিচালনায় নাটকটি মঞ্চায়িত হবে। তিন বুদ্ধিজীবী শহীদ মীর আব্দুল কাইয়ুম, শহীদ হবিবুর রহমান ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার তাদের স্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়ে একক চরিত্রে অভিনয় করবেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক সুমনা সরকার। নাটকটির করিওগ্রাফি করেছেন নাট্যকলা বিভাগের একদল শিক্ষার্থী।

এদিন বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জি/আর