বুচা গণহত্যায় জড়িত ১০ সন্দেহভাজন রুশ সেনা চিহ্নিত, দাবি জেলেনস্কির

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

আলোচিত বুচা গণহত্যায় জড়িত সন্দেহভাজন ১০ রুশ সেনাকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বক্তৃতায় এ দাবি করেন তিনি।

তিনি বলেন, “বুচায় রুশ সামরিক বাহিনী দ্বারা সংঘটিত অপরাধের তদন্ত চলছে। রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের ৬৪ মোটর রাইফেল ব্রিগেডের দশজন সেনা, যারা কিয়েভের পার্শ্ববর্তী বুচাতে আমাদের (ইউক্রেনীয়) লোকদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করেছে, তাদের পরিচয় পাওয়া গেছে।”

জেলেনস্কি বলেন, “সন্দেহভাজনদের পদবি জানা গেছে এবং তারা সেখানে কী করেছে তাও প্রমাণিত। আমরা তাদের এবং তাদের কৃতকর্মের বিবরণ জানতে পেরেছি। আমরা সবাইকে খুঁজে বের করব, ঠিক যেমন আমরা অন্য সকল রুশ হামলাকারীদের খুঁজে বের করছি, যারা ইউক্রেনীয়দের হত্যা ও নির্যাতন করেছে। যারা আমাদের মানুষদের কষ্ট দিয়েছে। যারা ইউক্রেনে ঘরবাড়ি এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে। তাদের কেউই দায় এড়াতে পারবে না।”

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন