বিস্ফোরণে উড়ল তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাড়িতেই রাখা ছিল বোমা৷ আর সেই বোমা ফেটে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল৷ সোমবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের কাঁকসার বনকাটি গ্রামে৷ এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে৷

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তৃণমূল নেতার নাম অমর মণ্ডল৷ ঘটনার পর থেকেই তিনি পলাতক৷

যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বনকাটি এলাকার যে বাড়িতে বিস্ফোরণ ঘটে, ওই বাড়িটি ফাঁকা অবস্থাতেই পড়ে থাকত৷ ফলে সেখানে বোমা বানানো হত ও মজুত করে রাখা হত৷

গ্রামবাসীদের দাবি, বাড়িটি ফাঁকা থাকলেও নিয়মিত বহিরাগতদের আনাগোনা হত৷ ফলে ফাঁকা বাড়িতে যে একটা অপরাধমূলক কাজ চলছে, তা আগে থেকেই গ্রামবাসীরা অনুমান করেছিলেন৷ আর সোমবার সকালে তাঁদের সেই আশঙ্কাই সত্যি হল৷ এর জেরে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে৷

কাঁকসা থানার পুলিশ এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি৷ তবে তারা গোটা বিষয়টি তদন্ত করছে৷ এদিকে এই সুযোগে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি৷ এলাকায় সন্ত্রাস ছড়াতেই তৃণমূল এসব করছে বলে অভিযোগ বিরোধীদের৷

তবে বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস৷ দলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি ভি শিবদাসন আবার এই ঘটনার পিছনে বিরোধীদের চক্রান্ত দেখতে পাচ্ছেন৷ তিনি জানিয়য়েছেন, পুলিশকে সবটা খতিয়ে দেখতে বলা হয়েছে৷