বিস্ফোরণের পর বিমানবন্দরে বাড়তি সতর্কতা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ তথ্য দিয়েছেন।

 

বিমানবন্দর পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, ‘এই ঘটনাটি বিমানবন্দরকে কোনোভোবেই প্রভাবিত করেনি। যথা নিয়মেরই বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সতর্কতা হিসেবে বিমানবন্দর এলাকায় প্রবেশের ক্ষেত্রে তল্লাশি বাড়ানো হয়েছে।’

 

বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদা সুলতানা বলেন, ‘বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি পয়েন্টে সতর্ক নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। আমরা চেষ্টা করছি বিমানবন্দরের ভেতরে যাত্রী ছাড়া দশনার্থীরা যাতে কম প্রবেশ করে। এক্ষেত্রে আমারা শর্ত দিয়ে তাদের বিমানবন্দরে প্রবেশ করাচ্ছি।’

 

শুক্রবার সন্ধ্যায় এক হামলাকারী পুলিশ চেকপোস্টের কাছে বিস্ফোরণ ঘটায়। এতে বিস্ফোরক বহনকারী যুবক নিহত হয়।

সুত্র: বাংলা ট্রিবিউন