বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীতে সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:

‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’, এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি ও পরিবেশ বন্ধু গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে নগরীর সিএণ্ডবি মোড় এলাকায় অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২১ পালন করা হয়। ব্রিটিশ কাউন্সিলের দ্যা হ্যাঙ্গার প্রকল্পের উদ্যোগে আয়োজন ‘ব্যালকনি’ নামক সামাজিক উদ্যোগ প্রকল্পটি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দিবসটি পালন করা হয়।

এ অনুষ্ঠানে সাইকেল র‌্যালির পর শিমলা পার্কে পরিবেশ বন্ধু গাছের চারা বিতরণ ও রোপণও উদ্যোগ গ্রহণ করা হয়। দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা উপরোক্ত আহবান জানান যুবক তথা নতুন প্রজন্মের প্রতি। এ সময় ইয়ূথদের মাঝে পরিবেশ বন্ধু গাছের চারা বিতরণ ও রোপনের ব্যবস্থা করা হয়। উপস্থিত সবাই অঙ্গিকার করেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় তারা একযোগে কাজ করে যাবেন।

এসময় উপস্থিত ছিলেন- ব্যালকনি ইয়ূথ লিডার নূরে ফজিলাতুন্নেছা লাবণী, ফারজানা, শাহাদাৎ, সাবরিনা, রাহুল প্রমুখ।

এএইচ/এস