বিশ্ব ঐতিহ্যে বঙ্গবন্ধুর ভাষণ : কাল রাজশাহীতে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আগামীকাল শনিবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী ওই দিন সকাল ১০টায় একটি আনন্দ শোভাযাত্রা নগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে বের হবে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজ চত্বরে গিয়ে শেষ হবে।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল সরকারি- বেসরকারি দফতর-প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন, শিল্পকলা ও শিশু অ্যাকাডেমিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামঞ্জস্যপূর্ণ ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেবে।

আনন্দ শোভাযাত্রা শেষে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আলোচনাসভা ও সন্ধ্যায় চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিকেলে শিল্পকলা অ্যাকাডেমিতে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রদর্শিত হবে।

 

স/আ