বিশ্বের সেরাদের তালিকায় নেই রাবি

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ের সর্বশেষ তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)। গত বুধবার প্রকাশিত এই তালিকায় ঢাবিসহ দেশের ৫টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিলেও স্থান পায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বরাবরের মতো এবারও বিশ্ব র‌্যাংকিংয়ে স্থান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। তারা বলছেন, রাবিতে যথেষ্ট পরিমাণে গবেষণা হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব গবেষণার তথ্যগুলো সঠিকভাবে সংগ্রহ এবং সরবরাহ না করার ফলেই এমনটা হচ্ছে।

টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, শিক্ষা, গবেষণা, গবেষণা-উদ্ধৃতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং ইন্ডাস্ট্রি ইনকামের ওপর ভিত্তি করে প্রতিবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ের তালিকা প্রণয়ন করে টিএইচই। এবারেও এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই ১০৪টি দেশের ১ হাজার ৭৯৯টি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকাশ করেছে এই সাময়িকীটি। কিন্তু এই র‌্যাংকিংয়ে নেই রাবি।

জি/আর