বিশ্বের যেকোনো পানিসীমায় নৌ উপস্থিতি ঘটাতে পারে ইরান!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমার যেকোনো স্থানে তার তার দেশের নৌসেনা জাহাজ চালিয়ে যেতে পারেন।

মঙ্গলবার (৭সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে গভীর সমুদ্রে একটি মিশন শেষ হওয়ার পর একথা বলেন তিনি।

শাহরাম ইরানি বলেন, ইরানের নৌ শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন আন্তর্জাতিক পানিসীমায় যেকোনো স্থানে তেহরান নৌ উপস্থিতি ঘটাতে পারে। ইরানই হচ্ছে একমাত্র দেশ যারা নিজেরাই নিজেদের সমুদ্রগামী জাহাজের নিরাপত্তা দিয়ে থাকে। খবর-পার্সটুডের।

সম্প্রতি ইরানের একটি নৌ গ্রুপ ৪৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্বের তিনটি মহাদেশের ৫৫টি দেশ সফর শেষে দেশে ফিরেছে। এই মিশনে অংশ নেয়া কয়েকটি যুদ্ধজাহাজ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল।

শাহরাম ইরানি বলেন, ইরানের এ বহর ইরানি পানিসীমা থেকে বের হয়ে ভারত মহাসাগর দিয়ে দক্ষিণ আফ্রিকা হয়ে শেষ গন্তব্য রাশিয়ার সেন্টপিটার্সবার্গে পৌঁছায়। সেখানে মহড়ায় অংশগ্রহণ শেষে নৌবহরটি দেশে ফিরে আসে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন