নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইসলামের ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক:

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে রাজশাহী মতিহার থানাধীন চৌমহনী এলাকায় অবস্থিত পদ্মা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইসলামের ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গনে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন- নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান এবং ইউনিভার্সিটির প্রক্টর ড. আজিবার রহমান।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক তামান্না সিদ্দিকী। সভাপতিত্ব করেন পদ্মা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জুয়েল রানা সঞ্চালনায় কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

এএইচ/এস