বিশ্বজুড়ে মহামারি করোনায় মৃত ৪০২৬, আক্রান্ত ১১৪৪১৬

সিল্কসিটিনিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে এখনও তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। বেড়েই চলেছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৩টি দেশ ও অঞ্চল। এতে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৪১৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ২৬ জন। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৪ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৩৬ জনের। চীনের বাইরে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২ এবং মৃত্যু হছে ৪৬৩ জনের। এছাড়া দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ৫১৩ জন। আর মৃত্যু হয়েছে ৫৪ জনের। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। অপরদিকে, ইরানে এখন পর্যন্ত ৭ হাজার ১৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৩৭ জন।