বুধবার , ২৫ আগস্ট ২০২১ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনির স্কোয়াড ঘোষণা

Paris
আগস্ট ২৫, ২০২১ ১১:৪৪ অপরাহ্ণ

এ বছরের ১৭ অক্টোবর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরের কোয়ালিফায়ার পর্বে ওশেনিয়ার দেশ পাপুয়া নিউগিনির বিপক্ষেও খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের জন্য মঙ্গলবার স্কোয়াড ঘোষণা করেছে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া পাপুয়া নিউগিনি।

আসাদ ভালাকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি। কোয়ালিফায়ার পর্বে গ্রুপ ‘বি’ তে রয়েছে পাপুয়া নিউগিনি। সেখানে তারা মুখোমখি হবে বাংলাদেশ, স্কটল্যান্ড এবং ওমানের।  টি-২০ বিশ্বকাপের প্রথম দিন স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাপুয়া নিউগিনি। এরপর ১৯ অক্টোবর স্কটল্যান্ডের এবং ২১ অক্টোবর বাংলাদেশের মোকাবেলা করবে আসাদ ভালার দল।

তবে স্কটল্যান্ড কিংবা ওমানকে নিয়ে নয়, পাপুয়া নিউগিনির খেলোয়াড়রা মুখিয়ে আছে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য।

একনজরে পাপুয়া নিউ গিনির স্কোয়াড:

আসাদ ভালা (অধিনায়ক), টনি পালা উরা, সেসে বাউ,  হিরি হিরি, ড্যামিয়েন রাভু, গৌডি টোকা, নরম্যান ভানুয়া, চার্লস জর্ডান আমিনি, কিপলিন ডোরিগা, জেসন কিলা, লেগা সিয়াকা, সিমন আটাই, জে গার্ডনার, জেসন কিলা, নোজাইনা পোকানা, চাড সোপার, কে ভাগি মরিয়া।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা