বিশ্বকাপে তামিমের সঙ্গী কে হচ্ছেন? (ভিডিও)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ওপেনিংয়ে তামিম ইকবাল থাকছেনই। দীর্ঘদিন ধরে এ জায়গায় সেট তিনি। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই সামনে চলে আসছে ওপেনিংয়ে তার সঙ্গী কে হচ্ছেন?

সম্প্রতি ওপেনিংয়ে তামিমের সঙ্গে দুর্দান্ত করছেন সৌম্য সরকার। লিটন দাসও পিছিয়ে নেই। ইনিংস গোড়াপত্তনে সুযোগ পেলেই ভালো করছেন তিনি। তো বিশ্বমঞ্চে ড্যাশিং ওপেনারের সঙ্গে এ দুজনের কাকে যথার্থ মনে করছেন ক্রিকেটবোদ্ধারা?

এ নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তবে তামিমের সঙ্গে কাউকে নির্দিষ্ট করেননি তিনি।

আকাশ চোপড়া বলেন, তামিমের সঙ্গে আছে সৌম্য সরকার আর লিটন দাস। এশিয়া কাপে দারুণ খেলেছিল লিটন। সৌম্য ওপরেও যেমন দুর্দান্ত খেলে, ব্যাটিং অর্ডারে নিচেও তেমন ভালো। পাশাপাশি বোলিংটাও করে। তার কাছ থেকে বাংলাদেশ ভিন্ন ভ্যারিয়েশন পাবে।

ইউটিউবে নিয়মিত ক্রিকেট নিয়ে নিজস্ব বিশ্লেষণ উপস্থাপন করেন আকাশ। নিজ দেশ ভারত, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়া বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা অন্য দলগুলোকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন তিনি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কথা বললেন জনপ্রিয় এ ধারাভাষ্যকার। তাতেই এ কথা বলেন তিনি।

আকাশ চোপড়ার মতে, সৌম্যর যেকোনো পজিশনে ব্যাটিং করার ক্ষমতা এবং তার বোলিং পারদর্শিতার কারণে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো তিন জাতি টুর্নামেন্টের ট্রফি জিতল এশিয়ার নবপরাশক্তি।

ইতিমধ্যে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের দেশ ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন টাইগাররা। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন তারা। স্বাভাবিকভাবেই সাফল্য পেতে তামিমের সঙ্গে সৌম্য-লিটনের দিকে তাকিয়ে লাল-সবুজ জার্সিধারীরা।

সর্বোপরি বিশ্বকাপে তামিমের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে কে নামছেন এখন তাই দেখার।