মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিশ্বকাপে আফগানিস্তানের পরামর্শক জাদেজা

Paris
অক্টোবর ৩, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :
২০১৫ সালে দিল্লি রঞ্জি দলের কোচ হিসেবে কাজ করেছেন কিছুদিন। ক্রিকেট ছাড়ার পর পুরোপুরি ধারাভাষ্যেই মনোযোগ দেন। তবে এবারের বিশ্বকাপে আফগান ড্রেসিংরুমে দেখা যাবে তাকে।

১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় দলে নিয়মিত সদস্য ছিলেন জাদেজা। ১৯৬ ওয়ানডে খেলে ৫ হাজার ৩৫৯ রান করেন তিনি। ১৯৯৬ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেলায় আজও স্মরণীয় এই ব্যাটার। বেঙ্গালুরুতে সেদিন ওয়াকার ইউনিসের মতো বোলারকে ছাতুপেটা করে শেষ দুই ওভারে ৪০ রান তোলেন তিনি। শেষ পর্যন্ত ২৫ বল খেলে অপরাজিত থাকেন ৪৫ রানে।

এদিকে বিশ্বকাপ মানেই আফগানদের জন্য কেবল হতাশা। গত আসরে ৯টি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে তারা। একমাত্র জয় এসেছিল ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে আফগানরা।

সর্বশেষ - খেলা