বিশ্বকাপের ফাইনালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে দেখতে চান কার্তিক

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আর সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই দুই দলকে দেখতে চান ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক।

সম্প্রতি কার্তিক বলেছেন, ‘ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখতে চাই আমি। ভারতের পরে আমার দ্বিতীয় পছন্দের দল ওয়েস্ট ইন্ডিজ।’

তিনি আরো বলেন, ‘শুধুমাত্র ওরা (ক্যারিবীয়রা) যেভাবে ক্রিকেট খেলে, তার জন্যই ওদের এই লড়াইয়ে দেখতে চাই। আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ এই ফরম্যাটটা বেশি পছন্দ করে এবং এটাই ওদের কাছ থেকে সেরা ক্রিকেট বের করে নিয়ে আসে।’ ‍

উল্লেখ্য যে, চলতি বছরের ১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। প্রথম রাউন্ডের পর শুরু হবে সুপার ১২ পর্বের খেলা। ২৩ অক্টোবর সুপার ১২ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এর পরদিনই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।

 

সূত্রঃ কালের কণ্ঠ