বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে স্বাগতিকরা

শুরু হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ২০২২ সালের আসর। গায়ানায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার যুবাদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু মাঠের খেলা।

অস্ট্রেলিয়ার অধিনায়ক কুপার কনোলি জানিয়েছেন, টস জিতলে তিনি আগে ফিল্ডিংই নিতেন। তাই টস হারায় কোনো আপত্তি নেই তার। অন্যদিকে ক্যারিবীয় অধিনায়ক আকিম অগাস্ট বড় সংগ্রহ দাঁড় করিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলার পরিকল্পনার কথা বলেছেন।

বিশ্বকাপের মূল আসর শুরুর আগে আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বে ভারতের কাছে ১০৮ রান ও দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে অস্ট্রেলিয়ার যুবারা ভারতের কাছে হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ একাদশ: টিগ উইলি, কোরে মিলার, আইজ্যাক হিগিংস, কুপার কনোলি (অধিনায়ক), নিভেথন রাধাকৃষ্ণ, ক্যাম্পবেল কেলাওয়ে, এইডেন কাহিল, টবিয়াস স্নেল (উইকেটরক্ষক), উইলিয়াম সালজম্যান, টম হুইটনি ও হারকিরাত বাজওয়া।

ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ একাদশ: ম্যাথু নান্দু, শাকির প্যারিস, টেডি বিশপ, রিভালদো ক্লার্ক (উইকেটরক্ষক), আকিম অগাস্ট (অধিনায়ক), গিওভন্তে দেপেজা, অ্যান্ডারসন মাহাস, জোহান লেইন, ম্যাকেনি ক্লার্ক, শিব শঙ্কর ও ওনাজ আমোরি।

একই সময় শুরু হতে যাওয়া আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার যুবারা।

 

সূত্রঃ জাগো নিউজ