বিশ্বকাপের আগে অধিনায়কত্ব হারালেন আসগর আফগান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তিন ফরম্যাটেই অধিনায়ক ছিলেন আসগর আফগান। তবে নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ইংল্যান্ড বিশ্বকাপের আগে ওয়ানডেতে দেশটির অধিনায়ক করা হয়েছে গুলবাদিন নাইবকে। টি-টোয়েন্টি সংস্করণে দায়িত্ব দেয়া হয়েছে রশিদ খানকে। আর দেশটির টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন রহমত শাহ।

এসিবি শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন তিন অধিনায়কের মধ্যে কেবল দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে রশিদ খানের। এর আগে আফগানদের চার ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেন তিনি। তাকে ওয়ানডে দলের সহঅধিনায়কও করা হয়েছে। আর টি-টোয়েন্টিতে শফিকউল্লাহ শফিক এবং টেস্টে হাসমতউল্লাহ শাহেদি সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন।

আসগর আফগান ২০১৫ সালে মোহাম্মদ নবীর জায়গায় দলটির অধিনায়ক হন। তার নেতৃত্বে ঐতিহাসিক প্রথম টেস্ট খেলে আফগানিস্তান। দেশটির দ্বিতীয় টেস্টেই আয়ারল্যান্ডের বিপক্ষে দলকে ঐতিহাসিক জয় এনে দেন অভিজ্ঞ ক্রিকেটার। তার অধিনায়কত্বে ৩১ ওয়ানডে ও ৪৬ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৩৭টিতে জয় পেয়েছে আফগানিস্তান।