বিরতি..

বিরতি

Omio Khan 

এইতো সেদিনের কথা, তোমার এক চিলতে হাসিতে প্রথম প্রেমে পড়া।
আর দশটা প্রেমের মতোই আমাদের প্রেমটাও জমে ছিল কোন এক বর্ষায়।

তারপরে অনেকটা সময় একটু একটু তোমাকে বোঝা, অনেকটা কাছে আশা।
তোমার কি মনে পড়ে? প্রথম যেদিন তোমার সাথে বাস ভ্রমণের সুযোগ হল,
পাশে বসে হাতে হাত রেখে কতই না প্রতিশ্রুতির ছক একেছিলাম।
তোমাকে হয়তো বলা হয়নি- তোমার খোলা চুলের গন্ধে আমি বিভোর হয়েছিলাম।

আর ওই যে বৈশাখে- প্রথম যেদিন তোমাকে শাড়িতে দেখলাম, আমি আবার প্রেমে পড়েছিলাম।
তোমার ঠোঁটে এঁকে দেওয়া আমার প্রথম চুমু, লজ্জায় তোমার দুই চোখের পাতা এক হয়ে গিয়েছিল।

তোমার ঠোঁটের ভাজে, দুই ভ্রু এর মাঝে কোথায় আমার স্পর্শ নেই ভেবে দেখো তো?
প্যারিস রোড বলো অথবা টুকিটাকি চত্বর, ছোট্ট শহরটার সবটা জুড়েই আমাদের পদচিহ্ন।
রং চা হোক আর পাঁচ টাকার সিংগারা, তাতেই দুজনের খুব চলত কোন অভিযোগ ছাড়া।

আর তোমার পছন্দের রঙিন গোলা- তোমার ভালো লাগার সবটুকুই আমার স্মৃতিপটে যত্নে তোলা।
বর্ষার চুম্বন বল কিংবা শীতের উষ্ণ আদর আমাদের রসায়নটা কিন্তু বেশ জমেছিল, কি বল?

সত্যি বলতে কি জানো তো- যত্নের অভাবে কিন্তু ভালবাসাতেও মরিচা ধরে।
ভুলটা হয়তো আমারই বেশি ছিল। বড্ড বেশি কাঁদিয়েছি না তোমাকে?

বাস্তবতাটা একদম ভিন্ন, জানো তো? কখনো কখনো কষ্টের মাঝেও ভালোবাসা খুঁজে নিতে হয়।
সোনা পুড়লে কিন্তু খাঁটি হয় এই নীতি কথা গুলো হয়তো তোমার আমার বোধগম্যের বাইরে ছিল।

অংকে তো আমি বরাবরই কাঁচা, তাই হয়তো আমাদের ভালোবাসার হিসেব টাও কষতে পারলাম না।।