বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক সাকিবের

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে দেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন সাকিব আল হাসান।

 

বিপিএলের গভর্নিং কাউন্সিল দেশের ক্রিকেটারদের যে তালিকা তৈরী করেছে তাতে সবার উপরে সাকিব আল হাসানের নাম। ৫৫ লাখ টাকা পারিশ্রমিক পাবেন সাকিব।

 

আইকন ক্রিকেটার হিসেবে খেলতেও পারেন ঢাকা ডায়নামাইটসে। পারিশ্রমিক নির্ধারণ হলেও আইকন ক্রিকেটাররা কে কোন দলে খেলবেন তা এখনও নিশ্চিত নয়।

 

তবে জোর গুঞ্জন ৫০ লাখ করে পাওয়া চার ক্রিকেটার মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে পারেন যথাক্রমে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস ও বরিশাল বুলসে।

 

নতুন দুটি দল রাজশাহী ও খুলনার হয়ে খেলতে পারেন সাব্বির রহমান ও সৌম্য সরকার। তাদের পারিশ্রমিক ৪০ লাখ টাকা্।

 

আইকন বাদে চার ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক ভাগ করেছে বিপিএল কর্তৃপক্ষ। এ, বি, সি ও ডি ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক যথাক্রমে ২৫, ১৮, ১২ ও ৫ লাখ টাকা।

 

আইকনবাদে ১২৬ ক্রিকেটারের তালিকা প্রস্তুত হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ক্রিকেটারদের দলভুক্ত করবে ৭ ফ্র্যাঞ্চাইজি।

সূত্র: রাইজিংবিডি