বিপিএলে মাশরাফির ঢাকার বিদায়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসরজুড়েই ব্যাটিং নিয়ে চিন্তা ছিল ঢাকা প্লাটুনের। সেই ব্যাটিংয়ে কারণে আসর থেকে বিদায় নিয়েছেন রাজধানীর এই দলটি।

এর আগে, এলিমিনেটরের ১৪৫ রানের টার্গেটে খেলতে নেমে ভাল শুরু করে বন্দননগরীর দলটি।

ওপেনিংয়ে আসেন জিয়াউর রহমান ও ক্রিস গেইল। দলীয় ৪২ রানের মাথায় বিদায় নেন জিয়াউর রহমান। ১২ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ডান হাতি। অন্যদিকে মন্থর গতি ব্যাট করতে থাকা গেইল করেন ৪৯ বলে ৩৯ রান।

আসরে শুরুতে ভালো করতে থাকা আজও ইমরুলে ব্যাটিংয়ের ফোয়ারা। ২২ বলে ৩২ রানের ইনিংসে জয়ের পুঁজি পেয়ে যায় চট্টগ্রাম। শেষ দিকে অধিনায়কের ১৩ বলে ২৮ রানের ইনিংসে ৭ উইকেটে জয় পায় গেইল-কায়েসরা। অন্যদিকে ঢাকার হয়ে ৩২ রানে ২ উইকেট নেন শাদাব খান।