বিপিএলের আগে ঘরোয়া টি ২০-র দাবি নাফীসের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিপিএলের দরজা দেশের প্রায় সব ক্রিকেটারের জন্য খোলা। হাতেগোনা কয়েকজন বাদে সবার জন্য এই টি ২০ আসর নিজেদের প্রমাণের বড় মঞ্চ। এ টুর্নামেন্ট দেশি-বিদেশি তারকাদের মিলনমেলা। বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল।

রাজশাহী কিংসের অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের মতে, এটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টও। বাংলাদেশের প্রথম টি ২০ অধিনায়ক নাফীসের বিশ্বাস, স্থানীয়রাই শেষ পর্যন্ত সেরা হবেন। মঙ্গলবার মিরপুর একাডেমি মাঠে নাফীস বলেন, ‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিপিএল সব থেকে গুরুত্বপূর্ণ ও বড় টুর্নামেন্ট। নিজেদের প্রমাণের জায়গা। প্রত্যেক খেলোয়াড় বিপিএলে পারফর্ম করার জন্য মুখিয়ে থাকে। সবাই নিজেকে মেলে ধরতে চায়। আশা করি, এখানে স্থানীয়রাই ভালো করবে।’

রাজশাহী কিংসের খেলোয়াড় নাফীস বলেন, ‘যারা জাতীয় দলে রয়েছে এবং জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছে তাদের জন্য ভালো প্রস্তুতির মঞ্চ হতে পারে বিপিএল। একজন পেশাদার ক্রিকেটার একটার জন্য আরেকটাকে প্রস্তুতি হিসেবে বেছে নেয় না। যেটা খেলে সেটা নিয়েই ভাবে। ধরেন তামিম কুমিল্লার হয়ে খেলছে। তার মাথায় নিশ্চয় নিউজিল্যান্ড সফর নেই। সে কুমিল্লাকে নিয়েই ভাবছে। আমরা যদি বিপিএলকে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে কাজে লাগাতে চাই, তাহলে বিপিএলের দলগুলো ক্ষতিগ্রস্ত হবে।’

মিরপুরের উইকেট নিয়ে কম সমালোচনা হচ্ছে না। নাফীস মনে করেন, টি ২০ ক্রিকেটের জন্য এটা আদর্শ উইকেট। তিনি বলেন, ‘বাংলাদেশে ১৮০, ১৯০, ২০০ রানের উইকেট হয় না। কিন্তু প্রতিনিয়ত উন্নতি করতে হবে। বিসিবি হয়তো এ ব্যাপারে আরও মনোযোগী হবে।’

স্থানীয়দের বিপিএলে খেলানোর আগে আলাদা একটি ঘরোয়া টি ২০ টুর্নামেন্টে খেলানোর দাবি জানালেন নাফীস। তিনি বলেন, ‘আইপিএলের মাধ্যমে ভারত নতুন ক্রিকেটার পাচ্ছে। তারা আগে অন্য টুর্নামেন্টে খেলেই আইপিএলে ভালো করে। বিপিএলের আগেও আমাদের আলাদা টুর্নামেন্টের আয়োজন করা উচিত। তাতে উপকার হবে।’