বিপর্যয় কাটিয়ে চালকের আসনে কিউইরা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। লর্ডসের এই টেস্টে পেসারদের রাজত্ব চলছে লর্ডসে। জেমস অ্যান্ডারসন ও ম্যাথু পটসের বোলিং তোপে প্রথম ইনিংসে ১৩২ রানে গুটিয়ে গিয়েছিল কিউইরা। এরপর ইংল্যান্ডও যেতে পারেনি বেশিদূর, প্রথম ইনিংসে ১৪১ রানে অলআউট ইংলিশরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের বিপর্যয়ে পড়লেও দিন শেষে চালকের আসনে কেন উইলিয়ামসনরাই।

৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড ৫৬ রান তুলতেই হারিয়েছিল ৪ উইকেট। সেখান থেকে নিউজিল্যান্ডকে টেনে তুলেছেন ড্যারিল মিচেল ও টম ব্লুন্ডেল। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৮০ রানের জুটি গড়েন।  দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২৩৬।

ড্যারিল মিচেল শতক থেকে মাত্র ৩ রান দূরে রয়েছেন। ১৮৮ বলে ১১টি চারের সাহায্যে ৯৭ রানে অপরাজিত আছেন তিনি। আর ব্লুন্ডেল অপরাজিত ১৮২ বলে ১২টি চারের সাহায্যে ৯০ রান করে। কিউইদের লিড এখন ২২৭ রানের, হাতে আছে ৬টি উইকেট। লর্ডসে ইংল্যান্ডের জন্য বড় টার্গেটই অপেক্ষা করছে।

 

সুত্রঃ কালের কন্ঠ