বিপজ্জনক ওয়ার্নারের বিদায়; ফিঞ্চের সেঞ্চুরি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা ওয়ার্নার আজ যেন আবারও সেই ধীর গতির ব্যাটিংয়ে ফিরে গেলেন। ৪৮ বল খেলে করেছেন ২৬ রান, বাউন্ডারি ২টি। শেষ পর্যন্ত ধনাঞ্জয়া ডি সিলভার বলে বোল্ড হয়ে থামে তার ইনিংস। ভাঙে ৮০ রানের উদ্বোধনী জুটি। এরপর সেঞ্চুরি পূরণ করে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনে নামা উসমান খাজা তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। ১০ রান করে ধনাঞ্জয়ার দ্বিতীয় শিকার হয়েছেন।

লন্ডনের কেনিংটন ওভালে নিজেদের পঞ্চম ম্যাচে আজ শনিবার শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে এশিয়ার দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে টস জিতে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ ওভারে অজিদের সংগ্রহ ২ উইকেটে ১৯৫ রান।

এ পর্যন্ত ৪ ম্যাচ খেলা শ্রীলঙ্কা এক ম্যাচ জিতে এবং দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবাদে ১ পয়েন্ট করে পেয়ে ৪ পয়েন্টের মালিক বনে গেছে। পয়েন্ট তালিকায় তাদের পয়েন্ট এখন পঞ্চম। অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয় ১ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

সূত্র: কালের কণ্ঠ