বিদ্যুতের তারে এ কী ভয়ানক কাজ করছে শিশু শ্রমিকরা!

নিজস্ব প্রতিবেদক:

দেখে মনে হবে কেউ যেন বিদ্যুতের তারে আটকা পড়েছে। অথবা ঝুলছে। কিন্তু একটু খেয়াল করলেই ভেঙে যাবে সেই ভুল। আসলে সংবাদের এই ছবিটিতে কেউ বিদ্যুতের তারে ঝুলছে না। বৈদ্যুতিক লাইনের কাজের জন্য তারের সংযোগ দিতে এভাবেই তারের ওপরে বসে থেকে কাজ করছে শিশু শ্রমিকরা।

এই ছবিটি সোমবার বিকেলে বেলা পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পাকার মোড় সংলগ্ন বৈদ্যুতিক টাওয়ারে কাজ করা অবস্থায় তোলা। গত কয়েকদিন ধরে মৃত্যুর ঝুঁকি নিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাগানোর কাজে নিয়োজিত হতে হচ্ছে শিশু শ্রমিকদের। 

এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টিও হয়েছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ ঝুঁকিপূর্ণ ওই কাজটি শিশুদের দিয়েই করাচ্ছে।

সোমবার রাতে পাবনার ঈশ্বরদীর সাংবাদিক মেহেদী হাসানের ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে। ছবিতে দেখা যায় বিদ্যুতের ওই খুটিতে আরো কয়েকজন শ্রমিক কাজ করছে কিছুটা নিরাপদে। তবে একজন শিশুকে তারে ঝুলে কাজ করতে হচ্ছে। 

স/আর