বিতর্কিত মুক্তিযোদ্ধাদের বাদ না দিলে ২৬ মার্চের অনুষ্ঠান বর্জনের ঘোষণা রাজশাহীর মুক্তিযোদ্ধাদের

নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত মুক্তিযোদ্ধাদের অতিথির তালিকা থেকে বাদ না দিলে আগামী ২৬ মার্চের স্বাধীনতা দিবসে রাজশাহী জেলা প্রশাসনের অনুষ্ঠানে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। মঙ্গলবার(২৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সাথে বৈঠকে মুক্তিযোদ্ধারা এই সিদ্ধান্তের কথা জানান।

রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান জানান, জেলা প্রশাসনের অনুষ্ঠানে অনেক বিতর্কিত মুক্তিযোদ্ধাদের অতিথি করা হয়েছে। তাদের অনুষ্ঠান কর্মসূচীর তালিকা থেকে বাদ দেয়ার শর্ত সাপেক্ষে আগামী ২৬ মার্চের অনুষ্ঠানে যোগ দেয়া হবে।

এসময় জেলা প্রশাসন তাদের শর্ত মানার আশ্বাস দেন।

এছাড়াও জামুকা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশ অমান্য করে বীর মুক্তিযোদ্ধাদের প্রহসনের তালিকা করা হয়েছে দাবি করে তা পুনরায় বিবেচনার জন্য জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন মুক্তিযোদ্ধারা।

স/জে