মঙ্গলবার , ১৪ আগস্ট ২০১৮ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ প্রচার করা হবে কারাগারের রোজনামচা পাঠ

Paris
আগস্ট ১৪, ২০১৮ ৩:৩৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করেছেন। বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য নিজের জীবনের সব আরাম-আয়েশ ত্যাগ করে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি জীবনের অধিকাংশ সময় কারাগারে বন্দি জীবনযাপন করেছেন।

ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে স্বাধীনতা অর্জনের সোপানগুলো যে কত বন্ধুর পথ অতিক্রম করে এগোতে হয়েছে, তার কিছুটা পাওয়া যাবে কারাগারের রোজনামচা বই থেকে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আয়োজন করা হয় কারাগারের রোজনামচা পাঠ অনুষ্ঠানের।

এতে চট্টগ্রামের আবৃত্তি শিল্পী বিশ্বজিৎ পাল, লুবাবা ফেরদৌসী সায়কা, এহতেশামুল হক, হৈমন্তী শুক্লা ও নাজনীন হক ‘কারাগারের রোজনামচা’ বই থেকে পাঠ করেন।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান শাখার প্রধান সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজম।

উল্লেখ্য, অনুষ্ঠানটি আজ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে ৬টা ৪০ মিনিটে প্রচার করা হবে।

 

সর্বশেষ - বিনোদন