বৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিক্ষোভ থামাতে রুশ সহায়তা চাইল কাজাখস্তান

Paris
জানুয়ারি ৬, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ

সরকারবিরোধী বিক্ষোভে বিপর্যস্ত হয়ে পড়েছে কাজাখস্তান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, কাজাখস্তানকে স্থিতিশীল করার ক্ষেত্রে সহায়তা দিতে রাশিয়ার নেতৃত্বাধীন সেনাবাহিনী মোতায়েন করা হবে।

আলজাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, কাজাখস্তানে বিক্ষোভ বৃদ্ধি পাওয়ায় সে দেশের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) সহায়তা চেয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথমে বিক্ষোভ শুরু হয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। তবে ধীরে ধীরে তা অন্যদিকে মোড় নিয়েছে।

সে দেশের প্রেসিডেন্ট তোকায়েভ দাবি করেছেন, বিক্ষোভ মূলত বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ‘সন্ত্রাসী চক্রের’ কাজ।

চরম বিক্ষোভের জেরে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট। সে দেশের বেশ কয়েকটি এলাকায় বড় ধরনের বিক্ষোভ হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক