বিক্রয়ের নারী কর্মীদের জন্য ‘মনের জানালা’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতিষ্ঠানে নারী কর্মীদের অংশগ্রহণের অনুপাত বাড়াতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বিক্রয় ডটকম।

এরই অংশ হিসেবে জাতিসংঘের ‘হি ফর শি’ ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হয়ে ‘মনের জানালা’ শিরোনামে একটি ফোরাম তৈরি করেছে তারা।

ফোরামের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির নারী কর্মীদের অংশগ্রহণে সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী ও সাংবাদিক এলিটা করিম। এছাড়াও, ছিলেন বিক্রয় ডট কমের সকল নারী কর্মীসহ উর্দ্ধতন কর্মকর্তারা।

মনের জানালা নিয়ে এলিটা করিম বলেন, সংসার ও চাকরি দুটো একসঙ্গে সামলাতে গিয়ে নারীরা অনেক সময়ই হাঁপিয়ে উঠেন। তাই হাঁপ ছেড়ে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে আবার পূর্ণ উদ্যমে সামনে এগিয়ে চলার জন্য এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমাদের প্রয়োজন একটি মনের জানালা, খোলা জানালা।

বিক্রয় ডট কমের হেড অব হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেহেনুমা ইসলাম বলেন, মনের জানালা হছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারী কর্মীরা তাদের কাজের পরিবেশ এবং নিত্যদিনের প্রতিকূলতার ব্যাপারে মন খুলে কথা বলতে পারে।