বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ব:

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার সকালে রংপুর পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শহিদুল্লাহ কাওছার বলেন, পিবিআই হেড কোয়ার্টারের একটি বিশেষ টিম রোববার রাতে নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জলঢাকা উপজেলার চিরুভাজা এলাকার মজিবুর রহমানের ছেলে আফিউল, দুনদুনি এলাকার ডালিম চন্দ্র শীলের ছেলে প্রদীপ চন্দ্র ও বড়গালি এলাকার মতিজার রহমানের ছেলে আব্দুল খালেক।

তিনি আরো জানান, প্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৩০ সিম কার্ড, ১৬ হাজার ৫০০ টাকা, বেশকিছু নাম ঠিকানাবিহীন বিকাশের রেজিস্ট্রেশন ফরম, ৮টি ভোটার আইডি কার্ড এবং একটি বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের ডিভাইস উদ্ধার করা হয়েছে।

 

সূত্র: রাইজিংবিডি