বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:  লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সিমন্তারক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে রশিদুল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারবাড়ি সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলার সীমান্ত পথে ভারতে প্রবেশের চেষ্টা করে রশিদুল। এসময় কুচবিহার ৬১ বিএসএফ ব্যাটালিয়ানের পানিশালা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে নির্যাতন চালায় বলে স্থানীয় ও বিজিবি সূত্র জানায়।

নিহত রশিদুল ইসলাম (৩০) পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর (কবরস্থান) এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে।

জোংড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মানিক হোসেন বলেন, ‘নিহত রশিদুলের শরীরে লাঠি, বুট ও বন্দুকের বেয়নেট দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে নির্যাতনের পর ঘটনাস্থলে ফেলে রেখে যায় বিএসএফ। পরিস্থিতি টের পেয়ে অপর রাখালরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে মারা যায়। মরদেহ বাড়িতে নিয়ে আসার পর পাটগ্রাম থানার পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এসময় বিজিবির লোকজনও নিহতের বাড়িতে উপস্থিত ছিল।’

পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী বলেন, ‘পাটগ্রাম থানার ওসি অবনি শংকর কর নিহত রশিদুল ইসলামের বাড়িতে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছেন।’

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান বলেন, ‘বিএসএফের নির্যাতনে রশিদুল ইসলাম নিহত হয়েছেন কিনা সে বিষয়ে বিজিবি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে ইতোমধ্যে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

 

 বাংলাট্রিবিউন