বাহুবলির সাফল্যে চিন্তিত জ্যাকি চ্যান

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক :

২০১৫ সালের বহুল আলোচিত সিনেমা বাহুবলি-দ্য বিগিনিং। সম্প্রতি চীনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শক কতটা আগ্রহী হবেন তা নিয়ে শঙ্কায় ছিলেন নির্মাতারা। কিন্তু জ্যাকি চ্যানের সিনেমাকে পেছনে ফেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে বাহুবলি। মাত্র এক সপ্তাহে ৩.৯ কোটি রুপি আয় করেছে এসএস রাজামৌলি পরিচালিত এ সিনেমাটি।

চীনে জ্যাকি চ্যানের সিনেমা মানেই ব্যবসাসফল। সেখানে ভারতীয় একটি সিনেমার বক্স অফিস রেকর্ড করায় অবাক হয়েছেন সবাই। সিনেমা বিশ্লেষকরা জনিয়েছে, চীনে বাহুবলি সিনেমা ৭.৭ রেটিং পেয়েছে। যা জ্যাকি চ্যানের সিনেমার রেটিং থেকে বেশি। এদিকে বাহুবলি সিনেমার এই সফলতায় জ্যাকি চ্যানও নাকি বেশ চিন্তিত।

বর্তমানে চলছে এ সিনেমার পরবর্তী কিস্তি বাহুবলি-টু বা বাহুবলি-দ্য কনক্লুশন’র চূড়ান্ত অংশের শুটিং। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছে দৃশ্যধারণের কাজ। চলতি বছরের অক্টোবরের মধ্যে সিনেমার শুটিং শেষ করবেন নির্মাতারা।

এরপর শুরু হবে ভিএফএক্স’র কাজ। ২০১৭ সালের ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বাহুবলি-দ্য কনক্লুশন  সিনেমাটিতে অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠী, সত্যরাজ, রামায়া কৃষ্ণা সহ অনেকে।

সূত্র: রাইজিংবিডি