বালু ভর্তি ট্রাক ফেলে পালাল উত্তোলনকারিরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে নাগর নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু বহনে ব্যবহৃত দু’টি বালু ভর্তি ট্রাক জব্দ ও বালু উত্তোলনের পাম্প মেশিন ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার নাগরনদের কুন্দগ্রাম ইউনিয়নের হারভাঙ্গা এলাকায় এই অভিযান চালান নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সীমা শারমিন। ভ্রাম্যমাণ আদালতের টের পেয়ে বালু উত্তেলনকারীরা পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ইউএনও সীমা শারমিন জানান, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হারভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় নাগরনদে শ্যালোচালিত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় অভিযান চালানো হয়। এসময় বালুভর্তি একটি ট্রাক এবং বালু নিতে আসা একটি ট্রাক জব্দ করা হয়। বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

স/রি