‘বার্সেলোনা শেষ হয়ে যায়নি’

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইর কাছে ৪-০ গোলে হার মেনেছে বার্সেলোনা। শেষ আটে যেতে হলে ফিরতি লেগে কমপক্ষে ৫-০ গোলে জিততে হবে কাতালানদের। যা কঠিন ব্যাপার।

তাই এমন হারে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের শেষ দেখছেন অনেকে। কিন্তু পিএসজির আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া জানিয়েছেন বার্সেলোনা শেষ হয়ে যায়নি। ঘরের মাঠে তারা যা করেছে ঠিক একই কাজ বার্সেলোনা তাদের ঘরের মাঠে করে দেখানোর সামর্থ রাখে। ক্যাম্প ন্যুতে বার্সেলোনা খুবই ভয়ঙ্কর।

ম্যাচ শেষে ডি মারিয়া বলেন, ‘ শেষ আটে যেতে হলে ফিরতি লেগেও আমাদের একইরকম পারফরম্যান্স করতে হবে। আমরা আজ ৪ গোল করেছি। বার্সেলোনাও ফিরতি লেগে ঠিক একইরকম পারফরম্যান্স করতে পারে। ঘরের মাঠে তারাও অসাধারণ খেলার সামর্থ রাখে। তাই তাদের বিপক্ষে আমাদের সতর্কতার সঙ্গে খেলতে হবে। ঘরের মাঠে আমাদের দর্শকদের সামনে এই লেগ নিয়ে আমাদের আগেই পরিকল্পনা ছিল। আমরা জিতেছি এবং একটি গোলও হজম করিনি। আদ্রিয়েন শুরুতে হলুদ কার্ড পেলেও এরপর যে ১১ জন নিয়েই আমরা ম্যাচ শেষ করতে পেরেছি এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার।’

তিনি আরো বলেন, ‘আজকের ম্যাচটি ভালো ছিল। আমরা সুবিধা নিয়েছি এবং এগিয়ে আছি। এখন আমাদের সামনে কেবল ৯০ মিনিট রয়েছে। বার্সেলোনা খুবই শক্তিশালী দল। ক্যাম্প ন্যুতে তারাও বেশ ভয়ঙ্কর। আমাদের সেখানে ভূগতে হতে পারে। আমাদের সেখানে এই মানসিকতা নিয়ে যেতে হবে যে ম্যাচটি আবার ০-০ ভাবে শুরু হচ্ছে।’

সূত্র: রাইজিংবিডি