বার্সেলোনার রেকর্ড রেভিনিউর ঘোষণা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক :

২০১৫-১৬ মৌসুম রেকর্ড রেভিনিউ অর্জনের কথা জানিয়েছে বার্সেলোনা। এই রেভিনিউর পরিমাণ ৬৭৯ মিলিয়ন ইউরো। ক্লাবটি নিজেদের মৌসুম পরবর্তী হিসাব বিবরণীতে এ কথা জানিয়েছে।

 

ট্যাক্স পরিশোধের পর  লা লিগার অন্যতম সেরা ক্লাব বার্সার গত মৌসুমে নিট প্রফিট হয়েছে ২৯ মিলিয়ন ইউরো। ২০২১ সালের মধ্যে বার্সার লক্ষ্যমাত্রা ১ বিলিয়ন ইউরো রাজস্ব আয় করা।

 

গত মৌসুমে স্প্যানিশ লা লিগার শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। নিজেদের এই সাফল্য ধরে রাখতে পারলে ২০২১ সালের মধ্যে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে কাতালান ক্লাবটি।

 

২০১৬-১৭ মৌসুমে বড় কোনো তারকা খেলোয়াড়কে দলে ভেড়ায়নি বার্সেলোনা। সেই সঙ্গে শিবিরে থাকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ কিংবা নেইমারের মতো বড় কোনো তারকাকেও ছাড়েনি কাতালান ক্লাবটি। অভিজ্ঞ কোচ লুইস এনরিকের অধীনে দ্বিতীয়বারের মতো ট্রেবল শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় তারা। তবে মাঝ মাঠে শক্তি বাড়াতে কিছু তরুণ তারকাকে দলে ভিড়িয়েছে ক্যাম্প ন্যুর ক্লাবটি। নিজেদের রাজস্ব অর্জনের ক্ষেত্রে প্রধান স্পন্সর কাতার এয়ারওয়েজের সঙ্গে আরো এক বছর চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা।

সূত্র: রাইজিংবিডি