বার্সাকে দুবার ফিরিয়ে দিয়েছিলেন বুফন

কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ইতালিয়ান ক্লাব পারমার সঙ্গে দুই বছরের চুক্তি বৃদ্ধি করেছেন কয়েক দিন আগেই। সেই চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত পারমাতেই থাকবেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। ২০২১ সালে দুই বছরের চুক্তিতে জুভেন্টাস থেকে পারমাতে যোগ দিয়েছিলেন বুফন। এবার চুক্তির মেয়াদ বাড়ালেন আরো দুই বছর।

বুফন হতে পারতেন কাতালান ক্লাব বার্সেলোনারও। কিন্তু ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনাকে দুবার ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

২০২১ সালে যখন জুভেন্টাসের সঙ্গে বুফনের চুক্তির মেয়াদ শেষ হয়, তখন এই গোলরক্ষককে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল বার্সা। কিন্তু বুফন বার্সাকে উপেক্ষা করে যোগ দেন পারমাতে। ২০০১ সালেও ঠিক একই ঘটনা ঘটেছিল। সে সময়ও তিনি বার্সায় যোগ দেননি, যোগ দেন জুভেন্টাসে। এ জন্য অবশ্য বুফনের কোনো অনুশোচনাও ছিল না। কারণ তিনি বিশ্বের অন্যতম সেরা ক্লাবেই খেলেছিলেন।

ইতালির শীর্ষ পর্যায়ের ফুটবলে ৬৫৭টি ম্যাচ খেলেছেন বুফন। সম্প্রতি পারমার সঙ্গে চুক্তি বৃদ্ধিতে বেশ খুশি তিনি, ‘আমি এবং আমার পরিবারের জন্য এটা দারুণ একটা দিন। আমি মনে করি এই শহর এবং ভক্তরাও খুশি হয়েছে। ‘ ১৯৯৫ সালে এই পারমার হয়েই ইতালিয়ান শীর্ষ লিগে অভিষেক হয়েছিল বুফনের। পারমার হয়ে এ মৌসুমে ২২টি ম্যাচ খেলেছেন বুফন।

 

সূত্রঃ কালের কণ্ঠ