বার্গার বানাবে রোবট!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দু-একটি নয়, ঘণ্টায় প্রায় ৪০০ বার্গার তৈরি করবে রোবট। শুনতে অবাক লাগলেও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চালু হতে যাওয়া রোবট বার্গার বারে ভোজনরসিকদের জন্য এসব বার্গার তৈরি করবে রোবট। মানুষের সাহায্য ছাড়াই মাংস কাটা ও গ্রিল করার পাশাপাশি সেগুলো অন্যান্য উপাদানের সঙ্গে যুক্ত করে বার্গার তৈরির পুরো কার্যক্রমই সম্পন্ন করবে রোবটটি।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট