ফেইসবুকে ৪৪ ভাষায় পোস্ট আপলোডের সুযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভিন্ন ভাষাভাষী বন্ধুদের সঙ্গে তাদের ভাষাতেই বার্তা বিনিময়ের সুযোগ মিলবে ফেইসবুকে। এ জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নতুন ফিচারও চালু করেছে সামাজিক যোগাযোগের সাইটটি। ‘মাল্টিলিংগুয়াল কম্পোজার’ নামের  ফিচারটি কাজে লাগিয়ে নিজ ভাষায় লেখা পোস্টগুলো ভিন্ন ভাষায় রূপান্তর করে ফেইসবুকে আপলোড করা যাবে। জানা গেছে, নতুন এ সুবিধা পেতে সেটিংসের ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে ‘মাল্টিলিংগুয়াল পোস্ট’ সুবিধা চালু করতে হবে। এরপর স্ট্যাটাস আপডেট বক্সে বর্তমানের মতোই নিজ ভাষায় যেকোনো বার্তা কম্পোজ করে ‘রাইট পোস্ট ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ’ অপশনে ক্লিক করে নির্দিষ্ট ভাষা নির্বাচন করতে হবে।

সম্প্রতি ভিন্ন ভাষাভাষী ব্যবহারকারীদের জন্য অনুবাদ সেবা চালুর ঘোষণা দেয় ফেইসবুকের মালিকানাধীন ছবি ও ভিডিও বিনিময়ের অ্যাপ ইনস্টাগ্রাম। ফিচারটি কাজে লাগিয়ে ফরাসি, স্প্যানিশ, চাইনিজ, জাপানিজ, কোরিয়ানসহ ২৩টি ভাষায় ছবির ক্যাপশন ও মন্তব্য নিজ ভাষায় দেখার সুযোগ মিলবে।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট