বাবা-মায়ের বিচ্ছেদ, অভিমানে ছেলের আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ইউসুফ আলী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে নিজ বাড়ীর শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। নিহত ইউসুফ উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারভোগ গ্রামের মোহাম্মদ আলমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এসএসসি পরিক্ষার্থী ইউসুফের বাবা আলম ঢাকায় রিকশা চালায়। সম্প্রতি তার মায়ের সাথে বাবার বিবাহ বিচ্ছেদের কারনে ইউসুফ তার দাদার কাছে থাকেন। সোমবার বেলা ১২টার দিকে মায়ের ওপর অভিমান করে তার বাবার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ওই দিন দুপুরে খাবার খাওয়ানোর জন্য ইউসুফকে তার চাচি ডাকতে গেলে আত্মহত্যার বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপমৃত্যু মামলা দায়ের করে ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স/রি