শুক্রবার , ৩০ আগস্ট ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বানভাসীদের জন্য কানাডায় গাইবেন বেবী নাজনীন

Paris
আগস্ট ৩০, ২০২৪ ১০:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশের বন্যাদুর্গতের জন্য কানাডায় গান করবেন সংগীতশিল্পী বেবী নাজনীন। আগামীকাল ৩১ আগস্ট কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ সম্মিলিত বাংলা মেলা। টরন্টোর বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠেয় বাংলা মেলায় পারফরম করবেন ব্ল্যাক ডায়মন্ডখ্যাত এই সংগীত তারকা।

বর্তমানে তিনি আমেরিকার নিউ ইয়র্কে অবস্থান করছেন।

৩০ আগস্ট কানাডার উদ্দেশে রওনা হবেন তিনি। 

বাংলা মেলার অন্যতম সমন্বয়ক দীন ইসলাম জানিয়েছেন, মেলা থেকে আয়ের একটি অংশ বাংলাদেশে ভয়াবহ বন্যা আক্রান্তদের সহায়তায় পাঠানো হবে। সংগীতানুষ্ঠানের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে থাকছে নানা আয়োজন। মেলা কেন্দ্র করে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে আরো আগে থেকেই।

মেলায় কানাডায় অবস্থানরত প্রবাসী শিল্পীদেরও পরিবেশনা থাকবে। থাকবে বিভিন্ন স্টল। 

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বেবী নাজনীন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই।

এর পরেই যুক্তরাষ্ট্রে থিতু হন তিনি। 

দেশের বাইরে থাকলেও রাজনীতিতে এখনো সক্রীয় এই সংগীতশিল্পী। গত জুন মাসে বেবী নাজনীনকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত করা হয়। জানা গেছে, আগামী মাসেই দেশে ফিরবেন বেবী নাজনীন। ৩০ আগস্ট কানাডার টরন্টোতে অনুষ্ঠিত কনসার্ট শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন